মঙ্গলবার | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাবি হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান টিম ঝালমুড়ি

নিজস্ব প্রতিবেদক, রাবিঃ হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস রাউন্ড রাজশাহী  বিশ্ববিদ্যালয়ের (রাবি) চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে টিম ঝালমুড়ি । এছাড়াও এতে প্রথম রানার-আপ হয়েছে টিম ইকোস্পার্ক এবং দ্বিতীয় রানার-আপ হয়েছে টিম পারকৌড়। শনিবার (১ ফেব্রুয়ারী ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন,বর্তমান বিশ্বে একটা আইডিয়া জেনারেট করার পর সেটিকে বিক্রি করতে হয়। আর বিক্রি করতে হলে সেটিকে সুন্দর ভাবে উপস্থাপন করতে হবে। আমাদের শিক্ষার্থীদের উপস্থাপনার সময় এক ধরনের জড়তা কাজ করে। এ ধরনের প্রতিযোগিতা যত বেশি হবে তাদের এ জড়তা কেটে যাবে। তাই আমাদের বিশ্ববিদ্যালয়ে বেশি বেশি এ ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়া প্রয়োজন।

এসময় ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (সিসিডিসি) পরিচালক অধ্যাপক নুরুল মোমেন বলেন,হাল্ট প্রতিযোগিতার বিষয়ে যখন আমাকে বলা হয়েছে, তখন তাদেরকে সার্বিকভাবে হেল্প করার জন্য আমরা ক্যারিয়ার কাউন্সিল সর্বদা প্রস্তুত ছিলাম। আমরা শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নত করার জন্য কাজ করে যাচ্ছি।  তাদের ধারণা নিয়ে কিভাবে আরো সামনে আগানো যায় সেই চিন্তাভাবনা করে আমরা কাজ করছি। আজকের দিনে আমাদের শিক্ষার্থীরা যেসমস্ত বিষয় আলোকপাত করেছে তার মাধ্যমে বুঝা যায়, তার দেশের এবং দেশের বাহিরের নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক মইন উদ্দিন,পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অধ্যাপক মোমিনুল হক।

উল্লেখ্য, এই বছর অন ক্যাম্পাস প্রতিযোগিতায় সকল অংশগ্রহণকারী দল গুলোর মধ্যে সেরা ৩২টি দল সেমিফাইনাল রাউন্ডে এবং সেখান থেকে ৮ টি দল ফাইনালে অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছে। এই ৮টি দলের মধ্যে সেরা ৩ টি দলকে চূড়ান্ত বিজয়ী হিসাবে মনোনীত করা হয়েছে। অন ক্যাম্পাস রাউন্ডে বিজয়ী দলগুলো পরবর্তীতে রিজিওনাল সামিটে এবং সেখানে বিজয়ী দলটি সুযোগ পাবে গ্লোবাল অ্যাকসিলারেটর অংশগ্রহণ করার। গ্লোবাল অ্যাকসিলারেটর এর সেরা ছয়টি দল সুযোগ পাবে গ্লোবাল ফাইনালে।

গ্লোবাল ফাইনাল এর চূড়ান্ত বিজয়ী দলটি তাদের বিজনেস আইডিয়াটি বাস্তব্যয়ের জন্য পাবে ১ মিলিয়ন মার্কিন ডলার।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.