নিজস্ব প্রতিবেদকঃ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদে দেখলে গণধোলাই দেওয়ার আহ্বান জানিয়েছে ছাত্রদলের নেতারা। ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে অবস্থান কর্মসূচিতে এই আহ্বান জানানো হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে আলপট্টি মোড়ে অবস্থান নেয় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমনের সভাপতিত্বে নগরীর আলুপট্টিতে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে ছাত্রদল নেতা লেমন বলেন, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির ঘোষণা করেছে। তাদের কোন নেতাকর্মীর দেখা পাওয়া যাচ্ছে না। তবে যেখানেই দেখা যাবে সেখানেই ছাত্রলীগেকে ধোলাইয়ের আহ্বান জানান তিনি।
লিমন বলেন, জনগণ জঙ্গি সংগঠনের নেতাকর্মীদের বয়কট করেছে। খুনীদের যেকোন নৈরাজ্য রুখে দিতে রাজশাহী মহানগর ছাত্রদল প্রস্তুত রয়েছে। জনগণের জানমাল নিরাপত্তা দিতে ছাত্রদলের নেতাকর্মীরা অঙ্গিকারবদ্ধ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। নিষিদ্ধ ঘোষিত সংগঠন খুনী নেতাকর্মীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদল নেতা ও চন্দ্রিমা থানা ছাত্রদলের আহবায়ক আবুল কালাম আজাদ তপন, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ও শাহমখদুম থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজিজুর রহমান কাফি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ সুইট, লিটন আহম্মেদ জয়, রাজশাহী মহানগর যুবদল নেতা জ্যাকি, রাজপাড়া থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মাহফুজুর রহমান কোকোসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও থানার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।