শুক্রবার | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

উৎসবমুখর পরিবেশে বিদ্যার দেবীর আরাধনা

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মণ্ডপ-মন্দিরে বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপন করেছেন। এ বছরের শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরুর পর শেষ হয়গতকাল সোমবার সকাল ১০টা ২৭ মিনিটে। এরপর মণ্ডপগুলোতে শুরু হয় পূজা-অর্চনা।হিন্দুধর্ম বিশ্বাসে- সরস্বতী বিদ্যা, বাণী আর সুরের অধিষ্ঠাত্রী দেবী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শুভ্র রাজহংসে চেপে দেবী সরস্বতী আসেন জগতে। সোমবারের (৩ ফেব্রুয়ারি) পঞ্চমী তিথিতে আজ অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

সোমবার সকাল থেকে বাণী-অর্চনা আর উপচারের মধ্যে দিয়ে এদিন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেবী সরস্বতীর কাছে নিজের জন্য বিদ্যা, জ্ঞান-বুদ্ধি ও সমৃদ্ধি কামনা করেন। সমৃদ্ধি লাভের প্রত্যাশায় শাস্ত্রীয় চর্চায় দেবীর অর্চনায় মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মণ্ডপগুলোতে এজন্য আলাদভাবে আয়োজন করা হয় সরস্বতী পূজার।শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক ছাড়াও পূজামণ্ডপগুলোতে ভিড় জমান ভক্তরা। তাদের সকলের পদচারণায় পূজামণ্ডপগুলো যেন পারিবারিক মিলনমেলায় পরিণত হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজের হিন্দু হোস্টেল প্রাঙ্গণ, রাজশাহী মহিলা কলেজ, রাজশাহী বি.বি হিন্দু একাডেমি, , রাজশাহী মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রাবাসে পূজার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানগুলোতে বিদ্যাদেবী সরস্বতীর পূজা অর্চনা শেষে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।এছাড়াও মহানগরের বিভিন্ন মন্দির, মণ্ডপ ছাড়াও হিন্দু সম্প্রদায়ের মানুষদের অনেকের বাড়িতেও অনুষ্ঠিত হয় দেবী স্বরস্বতীর পূজা।

ভক্তরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু ও সৌহার্দপূর্ণ পরিবেশ এবং মুক্ত জ্ঞানচর্চার পরিবেশ কামনা করেন দেবী সরস্বতীর কাছে। পূজা অর্চনা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিরতণ করা হয়। প্রতিবছর এই পূজা একটি বর্ণিল উৎসবে পরিণত হয়। এ বছরও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা কর্মসূচির মাধ্যমে পূজাকে ঘিরে বিশেষ আয়োজন করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় উপাসনালয়সহ পাশ্ববর্তী মাঠে প্রায় ৩০টি মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে।প্রতি বছরের মতো এবারও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তৈরি করেছেন দৃষ্টিনন্দন সরস্বতী প্রতিমা। যা দর্শনার্থীদের মাঝে বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে।

রাবি কেন্দ্রীয় মন্দিরসহ বিভিন্ন বিভাগ ও হলের পক্ষ থেকে মন্দির চত্বরে ৪১টি পূজা মণ্ডপ স্থাপন করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বী শিক্ষক ও শিক্ষার্থীরা সেসব মণ্ডপে নিজ নিজ বিভাগ ও হলের পক্ষে পূজা অর্চনায় যোগ দেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব সোমবার সকাল ১০টায় কেন্দ্রীয় মন্দির পরিদর্শন শেষে অন্যান্য মণ্ডপ ঘুরে দেখেন।

এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।পূজামণ্ডপ পরিদর্শনকালে উপাচার্যের সঙ্গে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, সরস্বতী পূজা উদ্যাপন কমিটির আহবায়ক প্রফেসর পার্থ বিপ্লব রায়, সভাপতি প্রফেসর বিপুল কুমার বিশ্বাস, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন।

রাজশাহী সরকারি মহিলা কলেজে সরস্বতী পূজা উদ্যাপন করা হয়েছে। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা ও সরস্বতী পূজা উদ্যাপন কমিটি-২০২৫ এর আহ্বায়ক অধ্যাপক শিপ্রা সরকার।

পূজা পরিদর্শনে উপস্থিত ছিলেন নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর কালাচাঁদ শীল ও উপাধ্যক্ষ প্রফেসর মতিউর রহমান এবং আরও উপস্থিত ছিলেন রীনা রাণী দাস, পরিচালক (অব:), এইচএসটিটিআই, রাজশাহী।

উক্ত অনুষ্ঠানে প্রতিমা স্থাপন, পূজার্চনা, পুম্পাঞ্জলি, প্রসাদ বিতরণের মাধ্যমে সরস্বতী পূজা উদ্যাপনের সমাপ্তি ঘটে।রাজশাহী নগরীর শাহমুখদুম থানাস্থ আদিবাসী-মা সারদা পল্লীর মাতৃমন্দিরে সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় বিদ্যাদেবীর আরাধনা হয়।

বিদ্যা দেবীর এ আরাধনায় রাজশাহী সিটি কর্পোরেশনের সহকারি প্রকৌশলী প্রভাত কৃষ্ণ সরকার উপস্থিত ছিলেন। তিনি বিদ্যাদেবীর আরাধনায় জ্ঞান বিকশিত করার জন্য শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী উপহার দেন।

এসময় উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার রামকৃষ্ণ আশ্রমের সহ-সম্পাদক শংকর চন্দ্র দাস, আদিবাসী পরিষদের রাজশাহী নগর সাংগঠনিক সম্পাদক শাওন ভূঁইয়া ও সনাতনী ভক্তবৃন্দ। বিদ্যাদেবীর এই কেন্দ্র করে ধর্মালম্বীদের বিভিন্ন পল্লীতে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় আর তারা জ্ঞান প্রার্থনা করে বিদ্যা দেবীর কাছে প্রার্থনা করছেন।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.