ফেনীর সোনাগাজীতে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে পাগলা মহিষের গুঁতোয় নিজাম উদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঈদের পর দিন শুক্রবার সকালে উপজেলা সদর ইউনিয়নের চরখোন্দকার গ্রামে এ ঘটনা ঘটে।
নিজাম উদ্দিন (৪০) ওই গ্রামের আবদুল সাত্তারের ছেলে ও পাঁচ সন্তানের জনক।
নিহতের পরিবার জানায়, নিজাম উদ্দিন শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরখোন্দকার এলাকায় বাড়ির পাশের একটি জমিতে গরুর জন্য ঘাস কাটছিলেন। এ সময় পাশের জমিতে বেঁধে রাখা একটি পাগলা মহিষ রশি ছিঁড়ে তার ওপর আক্রমণ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা মো. সাকিব ও সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যর চিকিৎসক সাদেকুল করিম আরাফাত তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।