শুক্রবার | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ফাইনালের আগে ট্রফি নিয়ে ছবি না তোলায় আয়োজকদের দুষলেন তামিম

প্রিয় রাজশাহী ডেস্কঃ ২০২৩ বিপিএলের আগে ইমরুল কায়েস ও মাশরাফি বিন মর্তুজা মেট্রোরেলে ট্রফি নিয়ে ছবি তুলেছিলেন। গত বছর এমন আয়োজন করা হয়েছিল ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে। অথচ এবারের বিপিএল ফাইনাল নিয়ে তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। তামিম ইকবালের মতে পরিকল্পনার অভাবের কারণে এমনটা দেখা যায়নি।

মিরপুর শেরেবাংলায় আগামীকাল ফাইনালে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। ফাইনালের আগে আজ গত দুই বারের মতো ঘটা করে ফটোসেশন হয়নি। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম উল্লেখ করেছেন গত বিপিএলের কথা। সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘হ্যাঁ নিয়েছিল (বিসিবির গতবার ফাইনালের আগে ফটোসেশন) । আমি এ কথাটা বলছিলাম যে আমাদের এখানে দোষ আছে। এই জিনিসটা যদি আরও ভালোভাবে পরিকল্পনা করা যায়…আমি যে কারণে যাইনি কারণ, তার আগের রাতে আমি সেমিফাইনাল খেলেছি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমার সেখানে যাওয়া অসম্ভব ছিল। আমি নিশ্চিত, এটা হলে ভালো হতো। তবে ওই পরিকল্পনা যদি আগে থেকে জানা থাকে, যে দল ফাইনালে যাবে, পরিকল্পনাটা এমন। এটা খুব গুছিয়ে আয়োজন করা যেত।’

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.