নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এই উপলক্ষে সকালে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি নগরীর জাদুঘর মোড় থেকে শুরু করে,মনি চত্ত্বর, সাহেববাজার জিরো পয়েন্ট, কুমারপাড়া মোড়,আলু পট্টি ,সাগরপাড়া রানী বাজার , সোনাদীঘি মোড় হয়ে সাহেববাজার জিরো পয়েন্টে এসে পথসভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, মহানগর ছাত্রশিবিরের সভাপতি শামীম উদ্দিন, ঢাকা দক্ষিণের সাবেক সভাপতি আসাদুজ্জামান ভূঁইয়া, মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ইমরান নাজির, রাজশাহী কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান, রাজশাহী পূর্ব সভাপতি রুবেল আলী প্রমুখ।