শুক্রবার | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

তাসকিনকে ছাড়িয়ে ইতিহাস গড়তে পারবেন খালেদ?

প্রিয় রাজশাহী ডেস্কঃ কদিন আগেই সাকিব আল হাসানের রেকর্ড ভেঙে দিয়ে বিপিএলে এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেটের মালিক হয়েছিল তাসকিন আহমেদ। এবার দুর্বার রাজশাহীর পেসারকে টপকে যাবার কঠিন চ্যালেঞ্জ চট্টগ্রাম কিংসের পেসার সৈয়দ খালেদ আহমেদের সামনে।

লিগ পর্ব থেকে বিদায় নেওয়া রাজশাহীর হয়ে এবারের আসরে ১২ ম্যাচে ২৫ উইকেট শিকার করেছেন তাসকিন। এর মাধ্যমে  এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েন তিনি। এর আগে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচে ২৩ উইকেট শিকার করে রেকর্ড গড়েছিলেন সাকিব আল হাসান। ২০১৮-১৯ মৌসুমে এ রেকর্ড গড়েছিলেন তিনি।

চলতি আসরে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ২০টি করে উইকেট নিয়েছেন ফরচুন বরিশালের ফাহিম আশরাফ, রংপুর রাইডার্সের আকিফ জাভেদ ও খালেদ।

Remove featured image

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান দলে ডাক পাওয়ায় বিপিএলের মাঝপথে দেশে ফিরে গেছেন ফাহিম। এদিকে প্লে-অফ থেকেই বিদায় নিয়েছে আকিফের রংপুর। তাই ফাহিম ও আকিফের এবারের আসরে খেলার কোনো সুযোগ নেই। ফলে তাসকিনকে টপকে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার সুযোগ রয়েছে খালেদের।

তাসকিনের রেকর্ড স্পর্শ করতে ৫ উইকেট শিকার করতে হবে খালেদকে। আর সর্বোচ্চ উইকেট শিকারী হতে ৬ উইকেট লাগবে তার।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.