নিজস্ব প্রতিবেদক, পুঠিয়াঃ রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. আব্দুস সামাদকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় উপজেলার নয়াপাড়া এলাকার নিজ বাড়ি পুলিশ ঘিরে ফেলেছে এটা জানতে পেরে আদুস সামাদ ছাগলের ঘরে লুকিয়ে থাকে। সেখান থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ
পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করার দায়িত্ব পালন করছিল। যাতে সবাই নাশকতার কাজ নির্দেশ মত পালন করতে পারে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, রাষ্ট্র বিরোধী কার্যকলাপ পরিচালনার জন্য এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংগঠিত করেছিল বেশ কিছুদিন থেকে তাই তাকে আটক করা হয়েছে।