বুধবার | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আইএমএফের ৩০০ কোটি ডলার ঋণ পেতে চুক্তিতে পৌঁছাল পাকিস্তান

দুর্বল অর্থনীতিকে স্থিতিশীল এবং লাখ লাখ মানুষকে খাদের কিনার থেকে উদ্ধারে ৩০০ কোটি ডলার ঋণ পেতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে পাকিস্তান।

তবে কর্মকর্তা পর্যায়ের এই চুক্তিটি আইএমএফের নির্বাহী পর্ষদে অনুমোদিত হতে হবে, জুলাইয়ের মাঝামাঝি তারা এই আবেদন বিবেচনা করতে পারে বলে বৃহস্পতিবার আইএমএফের এক বিবৃতিতে জানানো হয়েছে।

কয়েক মাস ধরে আটকে থাকা এই চুক্তি পাকিস্তানকে তাদের জন্য অতিপ্রয়োজনীয় ২২ কোটি মার্কিন ডলারে প্রবেশাধিকার দেবে এবং ঋণদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ পাওয়ার সুযোগ ও দেশের ঋণখেলাপি হওয়ার ঝুঁকি কমাবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।

গত কয়েক বছর ধরে তীব্র অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানের পরিস্থিতি গত বছরের বন্যায় আরও শোচনীয় হয়েছে। দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়া দেশটির অনেক পরিবারকে খাবার, জ্বালানি ও ওষুধ কিনতে হিমশিম খেতে হচ্ছে।

চলতি বছরের শুরুর দিকের রাজনৈতিক অস্থিরতাও দেশটির ঋণ পাওয়াকে আরো জটিল করে তুলেছে। দুর্নীতির অভিযোগে সাবেক প্রধামন্ত্রী ইমরান খানকে গ্রেফতার নিয়ে চলছে একের পর এক নাটকীয়তা।

বেইলআউটের চুক্তির আগে কর বাড়ানো, ব্যয় ছাঁটাসহ বেশকিছু পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সরকার।

আইএমএফের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে নানান উত্থান-পতন দেখা গেছে। আন্তর্জাতিক এ তহবিলের সঙ্গে দেশটির বর্তমান ঋণ কর্মসূচি শুরু হয় ২০১৯ সালে, কিন্তু ইসলামাবাদ শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বারবারই ওই তহবিলের ঋণ ছাড় আটকে গেছে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.