শুক্রবার | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে ৩১ দফার সমাবেশে যাওয়ার সময় বিএনপি নেতার উপর হামলা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল, শীতবস্ত্র বিতরণ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে কর্মী সমাবেশের আয়োজন করা হয় রাজশাহীর গোদাগাড়ীতে। উপজেলার পিরিজপুর হাইস্কুল মাঠে আয়োজিত এই সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় নেতাদের উপর হামলার ঘটনা ঘটেছে।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলের সদস্য ও রাজশাহী-১ আসনের দলটির মনোনয়নপ্রত্যাশী ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব) শরীফ উদ্দীনের অনুসারীদের হামলার শিকার হয়েছেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল। বিকেল চারটার দিকে আব্দুস সালাম শাওয়াল তার নিজ বাড়ী থেকে জিয়া ফাউন্ডেশনের সহকারী সচিব আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল সরকারকে সঙ্গে নিয়ে প্রাইভেট কার যোগে সমাবেশে যাচ্ছিলেন। আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব নিজে প্রাইভেট কারের চালক ছিলেন।

তারা বারো মাইল এলাকায় পৌছলে ১০/১৫ জনের একটি দল লাঠিশোঠা ও লোহার রোড নিয়ে তাদের উপর হামলা করে। এ সময় তারা গাড়ীতে ইটপাটকেলও নিক্ষেপ করে। এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল আহত হন। তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হন। পরে স্থানীয়ভাবে তিনি চিকিৎসা নেন।

আব্দুস সালাম শাওয়াল অভিযোগ করেন, মনোনয়নপ্রত্যাশী শরীফ উদ্দিন বারবার তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচীতে হামলা করে আসছে। আজকের কর্মসূচীতে আমরা আসার সময় তার অনুসারীরা হামলা চালিয়েছে। আমি তার বিরুদ্ধে কেন্দ্র অভিযোগ করেছিলাম এই কারণেই হামলাহতেপারে।

তিনি বলেন, গত ১৫ বছর যারা এলাকায় আসেনি, যারা নির্যাতিত নেতাকর্মীদের খোঁজ খবর নেয়নি তারাই গত ৫ আগস্টের পর এলাকায় এসে আওয়ামী লীগের সন্ত্রাসীদের ব্যবহার করে বিএনপি দখলের চেষ্টা করছে। সন্ত্রাসীদের দিয়ে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের উপর হামলা করছে। বিএনপির নেতাকর্মীরা এর জবাব দিবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল সরকার বলেন, আজকের হামলাটি শরীফ গ্রুপের যুবদল নেতারা করেছে। এর আগে একাধিকবার এ ধরণের হামলা হয়েছে। এ ধরণের বারবার হামলা ভালো কাজ নয়। এই বিষয়ে কি করনীয় তা আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিবো বলেও জানান তিনি।

এদিকে, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়ালের উপর হামলার কারণে নির্ধারিত সময়ের এক ঘন্টা পর দোয়া মাহফিল ও সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যামী বিশিষ্ট শিল্পপতি ও জিয়া ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক। প্রধান বক্তা ছিলেন, জিয়া ফাউন্ডেশনের সহকারী সচিব আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল। সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া খায়ের করা হয়। পরে গরীর দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.