শুক্রবার | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি দেখছেন সিমন্স

প্রিয় রাজশাহী ডেস্কঃচ্যাম্পিয়ন্স ট্রফির আসর শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে আট দলের এই বৈশ্বিক টুর্নামেন্ট। তবে বিপিএলের ব্যস্ত সূচির কারণে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা পর্যাপ্ত অনুশীলনের সুযোগ পাননি। এখন পর্যন্ত মাত্র দুই দিন অনুশীলন করেছেন নাজমুল হোসেন শান্তরা, আর দেশ ছাড়ার আগে আরও দুই দিন প্রস্তুতির সুযোগ পাবেন। এরপর ১৩ ফেব্রুয়ারি রাতের ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করবে দল। সব মিলিয়ে কাঙ্ক্ষিত প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স।

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের তৃতীয় দিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিমন্স। তিনি বলেন, ‘আমি একমত যে এটি আদর্শ প্রস্তুতি নয়। তবে তারা ক্রিকেট খেলছে, তাও সাদা বলের। এর মানে তারা স্কিলের দিক থেকে শার্প রয়েছে। আমরা তাদের পারফর্ম করতে দেখেছি, এখন মানসিকতা ওয়ানডে ফরম্যাটের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।’

বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে রয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের মিশন।

সামনের দুটি অনুশীলন সেশন ভালোভাবে কাজে লাগানোর পরিকল্পনার কথা জানিয়ে সিমন্স বলেন, ‘আমাদের আরও দুটি সেশন আছে। দিনে ও রাতে ব্যাট-বলের অনুশীলন করে ৫০ ওভারের ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছি।’

বিপিএল শেষে জাতীয় দলের অনুশীলনে কোনো লিগ আলোচনা হয়নি বলে জানান তিনি, ‘আমাদের দুই দিনের অনুশীলনে বিপিএল নিয়ে কোনো আলোচনা হয়নি। ক্রিকেটাররা দীর্ঘ সময় ব্যাটিং ও নিখুঁত বোলিংয়ের দিকে মনোযোগ দিচ্ছে। আমার মনে হয় না, বিপিএল তাদের প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলবে।’

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.