শুক্রবার | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে আওয়ামী লীগ নেত্রীকে বেঁধে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে আওয়ামী যুব মহিলা লীগের এক নেত্রীকে বেঁধে রেখে পুলিশ ডেকে তুলে দিয়েছেন ক্ষুব্ধ জনতা।

সোমবার দিবাগত রাতে নগরের কাদিরগঞ্জ আমবাগান (কদমতলা) এলাকায় রুমানা ইসলাম আখি নামের ওই আওয়ামী লীগ নেত্রীকে বেঁধে রাখা হয়। এ সময় তাকে মারধরও করা হয়েছে। পরে খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ তাকে নিয়ে যায়।

বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ জানান, মঙ্গলবার ওই নারীকে নাশকতার মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ক্ষমতার দাপট দেখিয়ে এলাকার লোকজনকে নানাভাবে হয়রানি ও নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এদিকে, অপারেশন ডেভিল হান্টের অভিযানে সোমবার দিবাগত রাতে রাজশাহীতে আরও আটজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, বোয়ালিয়া থানার তিনটি মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এরা হলেন- ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সুমন (৪০), কাশিয়াডাঙ্গা থানা যুবমৈত্রীর আহবায়ক হাফিজুর রহমান সাগর (৪৫) ও ছাত্রলীগ কর্মী আতিকুর রহমান (২৪)।

অপরদিকে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে নয়টি মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.