শুক্রবার | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাবিতে ‘প্রেম বঞ্চিত সংঘের’ বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, রাবিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রেমের সুষ্ঠু বণ্টনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ‘প্রেম বঞ্চিত সংঘ’। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের পশ্চিমপাড়াসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় মিলিত হন তারা।

বিক্ষোভে অংশ নিয়ে সালাউদ্দিন আম্মার বলেন, ‘ভালোবাসা বলতে আমরা শুধু কপোত-কপোতীর ভালোবাসাকে বুঝি। কিন্তু আমাদের এ সংঘের থিম হলো সব ধরনের ভালোবাসা বঞ্চিতের যে যায়গা সেটা তুলে ধরা। আমাদের শিক্ষকদের কথা যদি বলি তারা মেয়ে বন্ধুদের যেভাবে ট্রিট করে আমাদের সেভাবে করে না। আবার কর্মকর্তা-কর্মচারীদের কাছে কোনো প্রয়োজনে গেলে আমাদের বলে লাঞ্চের পর আসতে বলে কিন্তু কোনো মেয়ে গেলে তাকে বলে আমাদের সঙ্গেই লাঞ্চ করো। এটাও ভালোবাসা বঞ্চিত একটা ব্যাপার। তাই ভালোবাসা ব্যাপারটি ছেলে-মেয়ে আলাদাভাবে না দেখে সমানভাবে বণ্টন করা হোক।

প্রেম বঞ্চিত সংঘের সভাপতি শাহ্ পরান বলেন, ‘প্রেম বলতে শুধু প্রেমিক-প্রেমিকা প্রেম করবে বিষয়টা এমন না। বাবা-মায়ের সঙ্গে সন্তানের প্রেম হয়। শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর প্রেম হয়। কিন্তু আমাদের সমাজের সবক্ষেত্রে প্রেমের অসম বণ্টন দেখতে পাওয়া যায়। আপনার সন্তান, প্রতিবেশী বা আত্মীয়ের থেকে কতোটুকু ভালোবাসা পাবে সেটি নির্ভর করে আপনার কতোটুকু অর্থ-সম্পদ আছে তার ওপর। এর মাধ্যমে আপনার সন্তানও প্রেম থেকে বঞ্চিত।’

প্রেম বঞ্চিত সংঘের দুষ্ট পুরুষ শনাক্তকরণ বিষয়ক সম্পাদক সারথি অনি বলেন, যেসব পুরুষরা প্রেমের নামে ধোঁকা দেয়, একসঙ্গে ২-৩ জনের সঙ্গে প্রেম করে তাদের আমরা সাবধান করে দিতে চাই। বাংলাদেশের আইনে তাদের শাস্তি হওয়া উচিত। আমার ছোট বোনদের সুরক্ষা করতে আমার এ পদে আসা।’

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.