শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরকসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে বিস্ফোরকসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার মুক্তারপুর পাকিয়ানপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। আজ শুক্রবার র‍্যাব-৫-এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযানে একটি বিদেশি পিস্তল, তিনটি ওয়ান শুটারগান, বিদেশি পিস্তলের একটি ম্যাগাজিন, আট রাউন্ড গুলি ও হাতবোমা তৈরির কাজে ব্যবহৃত প্রায় তিন কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, চরমপন্থী ও সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র লোকচক্ষুর আড়ালে পরিত্যক্ত অবস্থায় নদীর ধারে ফসলি জমিতে বস্তার ভেতরে ফেলে রেখে গিয়েছিল। এ তথ্যের পরিপ্রেক্ষিতে র‍্যাব-৫ ও সেনাবাহিনীর একটি দল এই অভিযান চালায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বর্তমান পরিস্থিতিকে আরও অশান্ত ও বিশৃঙ্খলাপূর্ণ করে তোলার লক্ষ্যে কিছু সন্ত্রাসী গ্রুপ সংগ্রহ করে রেখেছিল। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অভিযানের কারণে তারা এসব আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.