হতাশায় পাকিস্তানের জনপ্রিয় স্নুকার খেলোয়াড় মাজিদ আলি আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৯ জুন) পাঞ্জাবের ফয়সালাবাদে নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি। দেশের হয়ে একাধিক পদক জেতার রেকর্ড রয়েছে মাজিদের।
জানা যায়, দীর্ঘদিন ধরেই হতাশায় ভুগছিলেন মাজিদ। পাকিস্তানের হয়ে অনূর্ধ্ব-২১ স্নুকার টুর্নামেন্টে রৌপ্য পদকও জেতেন তিনি। মাজিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ভাই জানান, দীর্ঘদিন ধরেই চরম হতাশায় ভুগছিলেন মাজিদ।
এদিকে, মাজিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্নুকার বোর্ডের চেয়ারম্যান আলমগীর শেখ। মাজিদের আত্মহত্যার সঙ্গে স্নুকার খেলার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি। এছাড়া, মাজিদের কোনো আর্থিক সংকট ছিল না বলেও জানান আলমগীর।
উল্লেখ্য, পাকিস্তানে গত এক মাসে দুইজন আন্তর্জাতিক স্নুকার খেলোয়াড়ের মৃত্যু হয়েছে। মাজিদের আগে বিলাল নামের আরেক খেলোয়াড় হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন।