নিজস্ব প্রতিবেদকঃ ইউরোপ বাংলা প্রেসক্লাবের সভাপতি ফিনল্যান্ডে প্রবাসী সাংবাদিক আব্দুল্লাহ ইকবালের বাবার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া ও সমাধী জিয়ারতের আয়োজন করা করা হয়। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) টিকাপাড়া গোরস্থানে সমাধী জিয়ারত করা হয়।মোহাম্মদপুর হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থীদের নিয়ে সাবেক রুপালী ব্যাংক কর্মকর্তা এসএম শামসুল বারির তৃতীয় মৃত্যুবার্ষিকীতে রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন মাদ্রাসা অধ্যক্ষ হাফেজ মুফতী মোহাম্মদ আনোয়ার হোসেন।সাংবাদিক আব্দুল্লাহ ইকবালের বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন রাজশাহীতে কর্মরত সাংবাদিকবৃন্দ, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। দোয়া শেষে জাবেদ আলীর তত্ত্বাবধানে হাফেজ শিক্ষার্থী ওই এলাকাবাসীর জন্য উন্নতমানের খাওয়ার ব্যবস্থা করা হয়।