শুক্রবার | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাবিতে কুমিল্লা জেলা সমিতির নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক, রাবিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কুমিল্লা জেলার অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘কুমিল্লা জেলা সমিতি’র ২০২৫-২৬ কার্যবছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুর রহিমকে সভাপতি এবং একই বর্ষের ফলিত গনিত বিভাগের শিক্ষার্থী তারিকুর রহমানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সংগঠনটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি শহীদুল ইসলাম সুমন, সাখাওয়াতুর রহমান ইমন, রায়হানে গাউস পেয়ারী, মেহেদী হাসান আশরাফী, ধনঞ্জয় চন্দ্র দাস, দীন মোহাম্মদ, সোহান মিয়া, নুসরাত জাহান হিভা; যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, মেহেদী হাসান সৈকত, সাজ্জাদ হোসাইন সাকিব, রায়হান উদ্দীন, সাইফুল ইসলাম, কামাল হোসেন অপু, শাহ্‌ মোস্তফা শাওন, সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, মোহাম্মদ রাকিবুল আমিন, নেছার উদ্দিন চৌধুরী, সানজিদা আক্তার।

এ ছাড়াও সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান খান, রাকিবুল ইসলাম, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান, প্রচার সম্পাদকএনামুল হক, দপ্তর সম্পাদক আবু নোমান নিলয়, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. নাপি, ক্রীড়া বিষয়ক সম্পাদক রাইয়ান ফয়েজ উৎস, শিক্ষা বিষয়ক সম্পাদক রবিউল হাসান রবি, ছাত্র বিষয়ক সম্পাদক আরমান আহমেদ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক কাজী এস. এম. আব্দুল্লাহ, সমাজসেবা বিষয়ক সম্পাদক ফজলে রাব্বী, ফরহাদ হোসাইন, ত্রাণ বিষয়ক সম্পাদক ইসরাফিল, ধর্ম বিষয়ক সম্পাদক বাহাউদ্দীন, আব্দুর রহমান, ছাত্রী বিষয়ক সম্পাদক সিন্থিয়া ইসলাম, তানহা আফরিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান মুনিম।

উল্লেখ্য, কুমিল্লা থেকে আসা শিক্ষার্থীদের নিয়ে ২০১১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘কুমিল্লা জেলা সমিতি’ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবীমূলক কাজ করে আসছে। বর্তমানে রাবিতে কুমিল্লা জেলার প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছেন।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.