রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে পূবালী ব্যাংক সিকিউরিটিজের ডিজিটাল বুথ সেবা কার্যক্রমের উদ্বোধন

রাজশাহীর পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের আয়োজনে গ্রাহকদের সেবা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী ডিজিটাল বুথ সেবা কার্যক্রম চালু করা হয়েছে।

আজ রোববার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১১টায় নগরীর আলুপট্টি মোড়ে দৈনিক বার্তা ভবনে (৩য় তলা) পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের রাজশাহী ডিজিটাল বুথের সেবা কার্যক্রমের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আহছান উল্যা।

অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি রাজশাহী অঞ্চলের অঞ্চল প্রধান ও ডিজিএম সাজিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসমিল্লাহ এন্টারপ্রাইজের প্রোপাইটর কামরুল আলী আহমেদ বাবু, পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ইনচার্জ তারিক হোসেন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আহছান উল্যা বলেন, পূবালী ব্যাংক সিকিউরিটিজ ইতিমধ্যে গ্রাহকদের আস্থার প্রতিকে পরিণত হয়েছে। পূবালী ব্যাংক সিকিউরিটিজ বৃহৎ পরিসরে পেইড আপ ক্যাপিটাল, বড় আকারে বিনিয়োগ সক্ষমতাও তৈরী করেছে। এখানকার শক্তিশালী গবেষক দল গ্রাহকদের স্বার্থে কাজ করে চলেছে।

তিনি বলেন, অ্যাপসের মাধ্যমে ঘরে বসে হিসাব খোলা, মার্জিন লোন, আইপিও শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে স্ট্যানডিং ইন্সট্রাকশন, বিনিয়োগ সংক্রান্ত  পরামর্শ প্রদান, ট্রেজারী বন্ডে বিনিয়োগ সহযোগিতা সহ নানা সুবিধা পাবেন রাজশাহী ডিজিটাল বুথের গ্রাহকরা।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.