প্রতি বছরের ন্যায় এ বছরও বসন্তের আগমনকে স্মরণীয় করে রাখতে বসন্তবরণ উৎসবের আয়োজন করেছে রাজশাহী কলেজ।
বসন্তের ১ম দিন শুক্রবার ও পবিত্র শবে বরাতের জন্য এ বছর ০৩ ফাল্গুন ১৪৩১ অুনষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। আজ রোববার সকাল ১১টায় রবীন্দ্র-নজরুল চত্বরে রজনীকান্ত মঞ্চে অনুষ্ঠিত হয় বসন্ত কথন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. ইয়াসমীন আকতার সারমিন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. শিখা সরকারসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও বিপুল সংখ্যক দর্শনার্থী।
শুভেচ্ছা বক্তব্যে অধ্যক্ষ মুঃ যহুর আলী বলেন, বাংলা বর্ষের শেষ ঋতু বসন্তের প্রথম দিনটি বাঙালি পালন করে ‘বসন্ত উৎসব’ হিসেবে। বসন্তবরণ উৎসব আমাদের নিজস্ব সংস্কৃতির অংশ। তিনি উপস্থিত সকলকে নতুন বাংলাদেশ গঠনে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় উপাধ্যক্ষ ড. ইব্রাহিম আলী বলেন, আবহমান কাল থেকে এ দেশের মানুষ লোকজ সংস্কৃতিকে লালন করে আসছে। বাঙালির নিজস্ব সর্বজনীন এ উৎসব এখন গোটা বাঙালির প্রাণের উৎসবে পরিণত হয়েছে। তিনি দেশ ও জাতির সমৃদ্ধি সাধনে একসাথে কাজ করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
এরপরে কলেজের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘বসন্তবরণ’ অনুষ্ঠানের সমাপ্তি হয়।