নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী কোর্ট কলেজের নবনিযুক্ত সভাপতিকে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অুনষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজশাহী কোর্ট কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কোরআন তিলাওয়াত ও দোয়া পরিচলানা করেন প্রভাষক হযরত মাওলানা মামুনুর রহমান ও গীতা পাঠ করেন প্রভাষক সুরঞ্জন চক্রবর্তী।
আলোচনা সভায় কোর্ট কলেজের সকল শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে রাজশাহী কোর্ট কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ রবিউল আলম কোর্ট কলেজের নবনিযুক্ত সভাপতি এ্যাডভোকেট মুস্তারুজ্জামান লাভলুকে সংবর্ধনা প্রদান করেন।
এসময় শিক্ষক প্রতিনিধি রফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক জেসমিন আক্তারসহ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীগণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা প্রদান শেষে শিক্ষক-শিক্ষিকাদের সাথে কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কায়ক্রমের বিষয়ে আলোচনা করনে নবনিযুক্ত সভাপতি।