নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে সাংবাদিকতা পেশায় একমাত্র নারী টিভি রিপোর্টার ও এখন টিভির প্রতিনিধি মাসুমা আক্তার আর নেই। কুমিল্লায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে লাইফ সাপোর্টে থাকার পর আজ ভোর সোয়া ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গেলো ১৪ ফেব্রুয়ারি রোজ শুক্রবার অফিস ছুটিতে মাসুমা আক্তার তার স্বামীর সঙ্গে কুমিল্লায় শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। এসময় বাস থেকে নেমে সিএনজির সঙ্গে কথা বলা অবস্থায় দুর্ঘটনায় গুরুতর আহত হন মাসুমা ও তার স্বামী। তাদের দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। মাসুমা মাথায় গুরুতর আঘাত পেয়ে জ্ঞান শূন্য অবস্থা থেকে আর ফেরে না। পরে পারিবারিক সিদ্ধান্তে প্রো-অ্যাকটিভ মেডিকেল-এ স্থানান্তর করা হয়। গতকাল মাসুমা আক্তারকে লাইফ সাপোর্ট দেয়া হলে আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে না ফেরার দেশে চলে যান আমাদের প্রিয় সহকর্মী মাসুমা আক্তার।
রাজশাহীতে টেলিভিশনে কর্মরত একমাত্র নারী সাংবাদিকের মৃত্যুতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাহী কমিটি গভীর শোক জানিয়েছেন। আর পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি মাসুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের প্রতি দোয়ার আবেদন করা হয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন রাজশাহী শাখার পক্ষ থেকে।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি শরিফুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক সামাদ খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে, “মাসুমা আক্তারের মৃত্যু দেশে মফস্বলের নারী সাংবাদিকতায় অপূরণীয় ক্ষতি বয়ে আনবে। আর টিভি সাংবাদিকতায় রাজশাহী হারালো এক উজ্জ্বল নক্ষত্র”।