নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগর কৃষকদলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে রাজশাহী কলেজ শহিদ মিনারে রাজশাহী মহানগর কৃষক দলের আহবায়ক শরফুজ্জামান শামীম ও সদস্য সচিব আশরাফুল ইসলাম আশরাফের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন নেতা-কর্মীরা।
এসময় রাজশাহী মহানগর কৃষকদলের যুগ্ম আহবায়ক সিহাব, শাওন, মাসুদ রানা, বোয়ালিয়া থানা কৃষকদলেরর আহবায়ক শামীম হোসেন, মতিহার থানা (উত্তর) কৃষকদলেরর আহবায়ক সুজন, মতিহার থানা (দক্ষিন) আহবায়ক সুমন, চন্দ্রিমা থানা কৃষকদলের আহবায়ক মুনু, বোয়ালিয়া থানা (পূর্ব) কৃষকদলের আহবায়ক ডা. সোহরাব হোসেন অপু, শাহমখদুম থানা কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমান মিজান, মতিয়ার থানা (দক্ষিন) কৃষকদলের সদস্য সচিব লিটন, সিনিয়র যুগ্ম আহবায়ক রাজু, চন্দ্রিমা থানা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফ, যুগ্ম আহবায়ক মিঠু, যুগ্ম আহবায়ক বিপ্লবসহ থানা ও ওয়ার্ডের সকল নেতা কর্মীদের উপস্থিত ছিলেন।