নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে বৈকালী সংঘ ক্রিকেট টি-২০ টুর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে চ্যাম্পিয়ন হয়েছে মুক্তিসংঘ টিম ও রানার্স আপ হয়েছে বৈকালী সংঘ টিম। চ্যাম্পিয়ন হওয়ার পর খেলোয়াড়রা বিজয় উল্লাসে মেতে উঠেন ও নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন।
উল্লেখ্য, বৈকালী সংঘ ক্রিকেট টি-২০ টুর্ণামেন্টে মোট ৩৬ টি দল অংশগ্রহন করেছিলো। এর মধ্যে আজ বৈকালী সংঘ ও মুক্তি সংঘের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে বৈকালী সংঘ টিম প্রথমে ব্যাটিং এ নেমে ১৫৬ রান করে এবং পরের ব্যাটিং এ মুক্তি সংঘ টিম ৯ উইকেটে ১৬০ রান করে বিজয় অর্জন করে।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বৈকালী সংঘের সভাপতি মনিরুজ্জামান ছানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন বাবু, রাঙাপরী গ্রুপের চেয়্যারম্যান মাসুম সরকার, মাষ্টারশেফ রেস্তোরাঁর স্বত্বাধিকারী এসএম শিহাব উদ্দিন, বিজনেস এন্টারপ্রাইজের পরিচালক আসাদ উজ জামান সহ দুই দলের অধিনায়ক ও খেলোয়াড়বৃন্দ।