নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী নগরীর রাজপাড়া থানা বিএনপির আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকাল ৪টায় নগরীর বুলনপুর ঈদগাঁহ মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মীসভায় রাজপাড়া থানার ০৪ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক রকিব উদ্দিন টুটুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এড. এরশাদ আলী ঈশা।
রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ। এসময় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হোদা ও যুগ্ম আহবায়ক বজলুল হক মন্টু, রাজপাড়া থানা বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিজান।
কর্মীসভায় রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দসহ রাজপাড়া থানা বিএনপির বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।