বাংলাদেশ জাতীয় দলে বর্তমানে তিন ফরম্যাটের অবধারিত নাম তাসকিন আহমেদ। ধারাবাহিক পারফর্ম করছেন তিনি। দলের প্রতি একাগ্রতা বা পরিশ্রম নিয়ে প্রশ্ন নেই। দলের সিনিয়র ক্রিকেটারও বটে। শুধু ওই তাসকিনকে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে রেখে বিসিবির কেন্দ্রীয় চুক্তির নাম প্রস্তাব করা হয়েছে।
গত ৩ ফেব্রুয়ারি বিসিবি পরিচালকদের সভা ছিল। ওই সভায় কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবিত খসড়া পেশ করা হয়। সংবাদ মাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, খসড়া তালিকায় নাম আছে টেস্ট ও টি-২০ থেকে অবসর নেওয়া এবং ওয়ানডে ফরম্যাটের ক্যারিয়ার নিয়ে প্রশ্ন উঠে যাওয়া ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ রিয়াদের।
এছাড়া খসড়া কেন্দ্রীয় চুক্তিতে তরুণ পেসার নাহিদ রানা, বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ, টেস্ট ব্যাটার সাদমান ইসলাম জায়গা পেয়েছেন। তবে জাকির হাসান ও মাহমুদল হাসান জয় নেই তালিকায়। টি-২০’র নিয়মিত শামীম পাটোয়ারিও জায়গা পাননি। ঢুকেছেন জাতীয় দলে নিয়মিত হয়ে ওঠা লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন।