শুক্রবার | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আগের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া

আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। গতকাল মঙ্গলবার লন্ডন থেকে টেলিফোনে গণমাধ্যমকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ কথা জানান। তিনি বলেন, মানসিক প্রশান্তি বিএনপি চেয়ারপারসনের শারীরিক সুস্থতার পরিমাণকে আরও বাড়িয়ে দিয়েছে।

এক প্রশ্নের উত্তরে ডা. জাহিদ বলেন, খালেদা জিয়া ভালো আছেন এটুকু বলা যায়। খুব সুস্থ হয়ে উঠেছেন, এ কথা বলব না। তবে যে কোনো সময়ের তুলনায় অনেকটা সুস্থ আছেন।কবে দেশে ফিরবেন জানতে চাইলে তিনি বলেন, লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা যেদিন উপযুক্ত মনে করবেন ওইদিন বিএনপি চেয়ারপারসন ফিরবেন, ইনশাআল্লাহ। ডা. জাহিদ বলেন, প্রায় সাত বছর পরে ছেলে, দুই পূত্রবধু ও নাতনিদের পাশে পেয়ে মানসিকভাবে বেশ চাঙ্গা রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী।  গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান বিএনপি চেয়ারপারসন। লন্ডন ক্লিনিকে তাঁকে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.