নগরীতে নির্মাণাধীন ভবনকে কেন্দ্র করে একজনকে মারপিটের অভিযোগ
স্টাফ রিপোর্টার: নগরীর লক্ষ্মীপুর চৌরাঙ্গী মসজিদ কমিটি ও মসজিদের পাশে নির্মাণাধীন ভবনকে কেন্দ্র করে একজনকে মারপিটের অভিযোগ উঠেছে। পাশাপাশি ৪০ হাজার টাকা ও স্বর্ণের চেইন ছিনতাই হয়েছে। এব্যাপারে রাজপাড়া থানায় একটি মামলা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, চৌরাঙ্গী মসজিদ কমিটি ও মসজিদের পাশে নির্মাণাধীন ভবনকে কেন্দ্র করে গত ১ মার্চ দিবাগত রাত ১০টার দিকে লক্ষ্মীপুর রকির দোকানের সামনে লক্ষ্মীপুর মোড় এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে মো. মোবারক ইসলাম রনির ওপরে অতর্কিত হামলা চালায়। এতে রনি মারাত্মক আহত হন। স্থানীয়রা রনিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।
হামলাকারিরা মোবারক ইসলাম রনির পকেট থেকে ৪০ হাজার টাকা ও গলায় থাকা ১ ভরি চার আনা ওজনের চেইন কেড়ে নেয়। এ ব্যাপারে ৫ মার্চ আরএমপি রাজপাড়া থানায় নামীয় ৫জনকে আসামী করে মামলা করে মোবারক ইসলাম রনি। মামলার আসামীরা হলেন, রাজপাড়া থানার কাজিহাটা এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে আমিনুর রহমান বাচ্চু, আমিনুর রহমান বাচ্চুর ছেলে মো. রবিন ও মো. রিজভী, মৃত বারিকের ছেলে মো. সজল ও মো. কালামের ছেলে মো. শাহিন।
নগরীতে নির্মাণাধীন ভবনকে কেন্দ্র করে একজনকে মারপিটের অভিযোগ
স্টাফ রিপোর্টার: নগরীর লক্ষ্মীপুর চৌরাঙ্গী মসজিদ কমিটি ও মসজিদের পাশে নির্মাণাধীন ভবনকে কেন্দ্র করে একজনকে মারপিটের অভিযোগ উঠেছে। পাশাপাশি ৪০ হাজার টাকা ও স্বর্ণের চেইন ছিনতাই হয়েছে। এব্যাপারে রাজপাড়া থানায় একটি মামলা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, চৌরাঙ্গী মসজিদ কমিটি ও মসজিদের পাশে নির্মাণাধীন ভবনকে কেন্দ্র করে গত ১ মার্চ দিবাগত রাত ১০টার দিকে লক্ষ্মীপুর রকির দোকানের সামনে লক্ষ্মীপুর মোড় এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে মো. মোবারক ইসলাম রনির ওপরে অতর্কিত হামলা চালায়। এতে রনি মারাত্মক আহত হন। স্থানীয়রা রনিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।
হামলাকারিরা মোবারক ইসলাম রনির পকেট থেকে ৪০ হাজার টাকা ও গলায় থাকা ১ ভরি চার আনা ওজনের চেইন কেড়ে নেয়। এ ব্যাপারে ৫ মার্চ আরএমপি রাজপাড়া থানায় নামীয় ৫জনকে আসামী করে মামলা করে মোবারক ইসলাম রনি। মামলার আসামীরা হলেন, রাজপাড়া থানার কাজিহাটা এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে আমিনুর রহমান বাচ্চু, আমিনুর রহমান বাচ্চুর ছেলে মো. রবিন ও মো. রিজভী, মৃত বারিকের ছেলে মো. সজল ও মো. কালামের ছেলে মো. শাহিন।