রাজশাহীর নিউমার্কেটের আগুনে ক্ষতিগ্রস্ত ১২ দোকানীকে আর্থিক সহায়তা দিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলোনের (বাপা) রাজশাহী জেলা শাখা। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনে গিয়ে তারা এই সহায়তা দেন।
ক্ষতিগ্রস্ত ১২টি দোকানীর পক্ষে অর্থিক সহায়তা গ্রহণ করেন ব্যবসায়ী তাজুল ইসলাম বাচ্চু। এ সময় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, সংগঠনের উপদেষ্টা আকবারুল হাসান মিল্লাত, কাজী শাহেদ, বাপার কেন্দ্রীয় নির্বাহী সদস্য আফজাল হোসেন, উপদেষ্টা প্রকৌশলী মাহমুদ হাসান প্রমুখ।
এ সময় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, ইদের আগে এই দোকানীদের ঘর পুড়ে গেছে। এতে তারা পথে বসে গেছে। তাদের কিছুই নেই। অনেকেই আবার বস্তা পেতে বিক্রি শুরু করেছে। তাদের পাশে দাঁড়াতে পেরে আমাদের ভালো লাগছে।
তিনি বলেন, আমরা আশা করবো রাজশাহী সিটি করপোরেশন, জেলা প্রশাসনসহ অনান্য সংগঠন ও প্রতিষ্ঠান এগিয়ে আসবে। এতে ব্যবসায়ীরা তাদের এই দুঃসময়টা কাটিয়ে উঠতে পারবে।
এর আগে গত ১৫ মার্চ শনিবার মধ্যরাতে নিউমার্কেটের কাঁচাবাজারে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে ১২টি দোকান পুড়ে যায়। এতে ব্যবসায়ীরা একেবারে পথে বসে যান।