মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঐতিহ্যবাহী রাজশাহী কলেজে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। রাষ্ট্রীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে সমগ্র কলেজ ক্যাম্পাসে ব্লাকআউট কর্মসূচি পালন করা হয়।
কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলীর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম। রাজশাহী কলেজ প্রশাসন ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী ও উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলীর নেতৃত্বে রাজশাহী কলেজ প্রশাসন ভবন প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শিখা সরকার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রাধানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
বর্ণাঢ্য শোভাযাত্রা প্রশাসন ভবন থেকে শুরু হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কলেজ অডিটোরিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী। আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শিখা সরকার, মুখ্য আলোচক প্রফেসর মোহাম্মদ নাফিজ, আলোচক ড. মোঃ আবুল মজন চৌধুরী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রাধানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচকবৃন্দ স্বাধীনতার আকাক্সক্ষা বাস্তবায়নে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিককে তাদের সময়োপযোগী সঠিক সিদ্ধান্ত গ্রহণের প্রতি গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী বাঙালির ধারাবাহিক সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস উল্লেখ করে বলেন- ইতিহাস আপেক্ষিক ও পরিবর্তনশীল। আত্মপ্রত্যয় ও নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে মানুষ এই পরিবর্তনশীল ইতিহাসের পাতায় স্থান করে নেয়।
অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী বলেন- যে লক্ষ্যকে সামনে রেখে স্বাধীনতা অর্জিত হয়েছিল, জাতির সেই প্রত্যাশা আজও পূরণ হয়নি। স্বাধীনতার লক্ষ্য অর্জনে তিনি সংশ্লিষ্ট সকলের নিজ নিজ সঠিক দায়িত্ব পালন করার আহ্বান জানান। এরপর স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অতঃপর বাংলা বিভাগের উদ্যোগে প্রকাশিত স্বাধীনতা দিবস-২০২৫ উপলক্ষ্যে সাহিত্য পত্রিকা ‘অনুভব-৪’-এর মোড়ক উন্মোচন করা হয়। সবশেষে অধ্যক্ষ মহোদয় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।