শুক্রবার | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাবি ক্যাম্পাসের ছিন্নমূল মানুষের মাঝে ছাত্রদল নেতার ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, রাবিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে অবস্থানরত অর্ধশতাধিক অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ব্যাক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করেছে রাবি শাখা ছাত্রদলের এক নেতা।

গতকাল শুক্রবার (২৮ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়েছে।

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেছেন ছাত্রদল নেতা মিনারুল ইসলাম মেঘ। এ সময় ক্যাম্পাসে অবস্থানরত অর্ধশতাধিক ছিন্নমূল মানুষের মাঝে বিভিন্ন ধরনের ঈদ সামগ্রী বিতরণ করেছেন তিনি।

এ বিষয়ে মিনারুল ইসলাম মেঘ বলেন, ক্যাম্পাসে জীবিকা নির্বাহের জন্য যারা শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের উপরে নির্ভরশীল কিন্তু ঈদের সময় ক্যাম্পাস বন্ধ থাকার কারণে তাদের সাথে আমাদের যোগাযোগ সম্ভব হয় না সেটা মাথায় রেখেই মূলত তাদের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ।’

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.