ঢাকা: ঈদুল আজহার দ্বিতীয় দিন আজ। এই সময়ে সাধারণত বিনোদনকেন্দ্রগুলোতে থাকে ভিড়।
তবে রাজধানীর অন্যতম বিনোদনকেন্দ্র হাতিরঝিলে অবশ্য তেমন ভিড় লক্ষ্য করা যায়নি।
শুক্রবার (৩০ জুন) হাতিরঝিল এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। সাধারণ ছুটির দিনগুলোতে বা অন্যান্য সময়ে যে ধরনের ভিড় থাকে এখানে, ঈদের ছুটিতে সে তুলনায় উৎসবের আমেজ নেই বললেই চলে।
পরিবার নিয়ে হাতিরঝিলে ঘুরতে এসেছেন বেসরকারি চাকরিজীবী জাহিদুল হক।
তিনি বলেন, আসলে ছুটি পাইনি ঈদে। তাই একটু সুযোগ পেয়ে পরিবার নিয়ে ঘুরতে এলাম। তবে এখানে এবার ভিড় অনেক কম দেখছি। একটু অবাকই হলাম। এখানে তো এমনিতেই অনেক ভিড় থাকে।
আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের তিন বন্ধু মিলে ঘুরতে এসেছেন হাতিরঝিলে। এরমধ্যে রাসেল একজনের নাম।
তিনি বাংলানিউজকে বলেন, হাতিরঝিলে আমরা প্রায়ই আসি। জায়গাটা ভালো লাগে। একটু নীরবতা আছে। তাই সুযোগ পেলেই আসি। এখন তো ঈদের জন্য একটু ফাঁকাও আছে।
ছোট বোনকে বেড়াতে নিয়ে এসেছেন ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ নিযাম। তারা রামপুরায় থাকেন।
বাংলানিউজকে তিনি বলেন, আমি তো অনেকবার এসেছি এখানে। বোনও এসেছে আগে। তবে বাসার কাছে, আর ভিড় একটু কম দেখে ভাবলাম ঘুরে যাই। তাই আসা এখানে।
হাতিরঝিল ওয়াটার সার্ভিসের রামপুরা জেটির বোট মাস্টার আহসান বাংলানিউজকে বলেন, কোরবানির ঈদে মানুষ সাধারণত বাড়িতে চলে যায় বেশি। এর ফলে জনসমাগম কম এবার অন্যান্যবারের চেয়ে। সাধারণত রোজার ঈদে বা ছুটির দিনেও এর থেকে বেশি ভিড় থাকে। এবার আবহাওয়া ভালো না, এটাও একটা অন্যতম কারণ। আশা করছি, আবহাওয়া একটু ঠিকঠাক হলে দর্শনার্থীর সংখ্যা বাড়বে।