সোমবার | ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় ৭০ শতাংশ পানি সরবরাহ বন্ধ করল ইসরাইল

প্রিয় রাজশাহী ডেস্কঃ গাজা উপত্যকায় ইসরাইলি কোম্পানি মেকোরোট থেকে পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে দেশটির সেনাবাহিনী। যার ফলে উপত্যকাটিতে মোট পানি সরবরাহের ৭০ শতাংশই বন্ধ হয়ে গেছে।

শনিবার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

গাজা পৌরসভার মুখপাত্র হোসনি মেহান্নার মতে, সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে পূর্ব গাজা শহরের শুজাইয়া পাড়ায় অবস্থিত প্রধান পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।  শহরটিতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) থেকে ইসরাইলি বাহিনী সামরিক অভিযান চালাচ্ছে।

মেহান্না আনাদোলুকে বলেন, ‘পানি সরবরাহে বাধার কারণগুলো এখনো স্পষ্ট নয়। তবে তবে আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করছি- যাতে শহরটিতে ইসরাইলি বোমাবর্ষণের কারণে পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়। ’

তিনি বলেন, ‘এই বিঘ্ন সরাসরি সামরিক কার্যকলাপের কারণে হতে পারে অথবা ইসরাইলি কর্তৃপক্ষের ইচ্ছাকৃত রাজনৈতিক সিদ্ধান্তের কারণেও হতে পারে। ’

মেহান্না সতর্ক করে বলেন, ‘কারণ যাই হোক না কেন, এর পরিণতি ভয়াবহ। যদি মেকোরোট থেকে পানি প্রবাহ শিগগিরই পুনরুদ্ধার না করা হয়, তাহলে গাজা একটি পূর্ণাঙ্গ পানি সংকটের মুখোমুখি হবে। ’

বছরের পর বছর ধরে অবরোধ, অবকাঠামোগত ধস এবং ভূগর্ভস্থ পানির দূষণের কারণে গাজা উপত্যকা ইতোমধ্যেই বিশুদ্ধ পানির সংকটে ভুগছে।  তবে মানবিক পরিস্থিতির অবনতি অব্যাহত থাকায় এখন ব্যাপক পানিশূন্যতার ঝুঁকির মুখোমুখি হচ্ছে উপত্যকাটি।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি আগ্রাসনে নিহত হয়েছেন ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি। প্রায় দুই মাসের যুদ্ধবিরতির পর গত মার্চ মাস থেকে পুনরায় উপত্যকাটিতে সামরিক অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.