সোমবার | ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ খান টিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোর ৫টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার চাকরাইল গ্রামের জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর চৌধুরীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। সাগর চৌধুরী বদলগাছী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

আব্দুল ওয়াহেদ খান টিটু রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাবেক ব্যক্তিগত সহকারি (পিএস) ছিলেন। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পুরকৌশল বিভাগের জুনিয়র সেকশন অফিসার। তার বাড়ি নগরীর বোয়ালিয়া থানার রাণীনগর এলাকায়।

বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, মোটর শ্রমিক নেতা সাগর চৌধুরীর বাড়িতে বহিরাগত একজন আত্মগোপন করে আছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানার দুইটি মামলায় তিনি আসামী রয়েছেন। যার মধ্যে একটি হত্যা মামলা। আর অপর মামলাটি গত বছরের ৫ আগস্ট ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.