নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী কলেজে হোস্টেল সিট ভাড়া বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
আজ বুধবার দুপুর ১২টায় কলেজের প্রশাসন ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, আগে সিট ভাড়া ছিল ৫০০ টাকা, যা বাড়িয়ে ৭০০ টাকা করা হয়েছে। অতিরিক্ত ভাড়া বাতিলের দাবি জানানো হয়।
তারা অভিযোগ করেন, আগের ছাত্রলীগের সিট বাণিজ্যের কারণে হোস্টেলের নানা খাতে অর্থ বকেয়া পড়ে, যা এখন শিক্ষার্থীদের কাঁধে চাপিয়ে দেওয়া হচ্ছে। তারা দাবি করেন, ঢাকা কলেজেও সিট ভাড়া ৪০০ টাকা, সেখানে রাজশাহী কলেজে অতিরিক্ত ভাড়া অযৌক্তিক।
ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতারাও মানববন্ধনে বক্তব্য দেন। তারা জানান, প্রশাসন এক বছর পর ভাড়া কমানোর প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে কলেজ অধ্যক্ষ অধ্যাপক যহুর আলী জানান, আগামী ২২ মে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে সিদ্ধান্ত নেওয়া হবে।