সোমবার | ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে সিএসও অ্যালায়েন্সের আঞ্চলিক সংলাপ

নিজস্ব প্রতিবেদক: তৃণমূল পর্যায়ের নাগরিক সংগঠনগুলোর চ্যালেঞ্জ, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালীকরণ এবং তরুণ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার উদ্দেশে রাজশাহীতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

গত শনিবার (১৭ মে) নগরীর নভোথিয়েটার মিলনায়তনে ‘কেমন নাগরিক সংগঠন চাই?’ শীর্ষক আঞ্চলিক সংলাপটির আয়োজন করে সিএসও অ্যালায়েন্স।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘মানুষের জন্য’ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং সিএসও অ্যালায়েন্সের নির্বাহী সদস্য শাহীন আনাম। প্রবন্ধে তিনি বাংলাদেশের নাগরিক সংগঠনের পাঁচ দশকের যাত্রা, অর্জন ও চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য রাখেন। প্রবন্ধে তিনি উল্লেখ করেন, বিগত ৫০ বছরে নাগরিক সংগঠনগুলো কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুদ্রঋণ ও দক্ষতা উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। একইসঙ্গে নারী ক্ষমতায়ন, আইনগত সহায়তা, পরিবেশ সুরক্ষা, দুর্যোগ মোকাবিলা ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রেও সংগঠনগুলোর অবদান রয়েছে।

সংলাপ সভায় রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা, নাগরিক সংগঠনের প্রতিনিধিত্বকারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও মতবিনিময় পর্বে জুলাই আন্দোলনের শহীদ সাকিব আঞ্জুমের পিতা উপস্থিত ছিলেন। তারা তাদের নাগরিক প্রত্যাশা, অভিজ্ঞতা, কর্মপরিকল্পনা, সমাজ এবং সামাজিক অবস্থান তুলে ধরেন।

আলোচনা সভায় রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ইসলামী আন্দোলনের রাজশাহী জেলা সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী, হেফাজতে ইসলামের রাজশাহী আহ্বায়ক মাওলানা আব্দুল্লাহ তালহা, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক ইমরান ইমন।

এ সময় শিক্ষাবিদদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এবং রুয়েটের উপাচার্য অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক। সরকারি প্রতিনিধিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার।

সভার সমাপনী বক্তব্য দেন সিএসও অ্যালায়েন্সের সহ-আহ্বায়ক ব্যারিস্টার সারা হোসেন, আসিফ সালেহ।

বক্তব্যে তাঁরা নাগরিক সমাজের ভবিষ্যৎ করণীয় ও নীতিগত অবস্থান তুলে ধরে বলেন, এই সংলাপ ছিল বিভিন্ন মত ও পথের বৈচিত্র্যে সমৃদ্ধ একটি উন্মুক্ত মঞ্চ, যেখানে সবাই মিলে বাংলাদেশের নাগরিক সমাজের ভবিষ্যৎ নিয়ে ভাবনার সুযোগ পেয়েছেন।

এ ছাড়াও সেখানে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র রাজশাহীর সভাপতি সফিউদ্দিন আহমেদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ফাদার প্যাট্রিক গোমেজ। তরুণ প্রতিনিধিদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক তাসিন খান ও ফৌজিয়া নৌরিন তাঁদের বক্তব্যে তরুণ সমাজের প্রত্যাশা এবং অংশগ্রহণের সুযোগ ও প্রতিবন্ধকতা তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.