সংগঠন টিকলে নৌকা টিকবে। সংগঠন ও নৌকাকে টিকাতে হলে দেশের যে উন্নয়ন হয়েছে তা জনগণের মাঝে বলতে হবে। এবারের বাজেটে নওগাঁ জেলার উন্নয়নে ১ হাজার ১০০ কৌটি টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। বিশ্বে যেখানে অর্থনৈতিক অবস্থা খারাপ, সেখানে আমাদের অর্থনৈতিক অবস্থা অনেক ভাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই, বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আগামী ১২ ও ১৩ জুলাই উপজেলা আওয়ামী যুবলীগ ও মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে সরাইগাছি মোড় দলীয় কার্যালয়ে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন খাদ্যমন্ত্রী। খাদ্যমন্ত্রী বলেন, যথা সময়ে সংসদ নির্বাচন হবে। তত্তাবধায়ক দিয়ে নির্বাচন হবেনা। শেখ হাসিনার নেতৃতেই নির্বাচন হবে। কারো রক্তচক্ষু দেখে নির্বাচন হবেনা।
সংবিধান মোতাবেক নির্বাচন হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন দেশে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ নেতাকর্মীদের নিজেদের দ্বন্দ্ব ভুলে নৌকা প্রতীকের জন্য কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, শেখ হাসিনার বিকল্প নাই। যারা এদেশকে সিরিয়া সুদানের মত করতে চায় তাদের প্রশ্রয় দেওয়া যাবেনা। এজন্য তিনি দেশ ও শেখ হাসিনাকে রক্ষার আহবান জানান।
তিনি স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সরকার বিভিন্নভাবে জনগণকে সাবলম্বী করার জন্য চেষ্ঠা করছেন। তাদের বিভিন্ন ভাতা প্রদান করছেন। জনগণের কাছ থেকে কার্ড দেওয়ার নাম করে কোন অর্থ আদায় করা যাবেনা বলে তিনি সতর্ক করেন। এছঅড়াও সরকারের উন্নয়ন ও নিজেদের মধ্যে ঐক্যের জন্য ওয়ার্ডে ওয়ার্ডে সাংগঠনিক কাজ পরিচালনা এবং সরকারের উন্নয়নের কথা ছড়িয়ে দেওয়ার আহবান জানান মন্ত্রী।
উপজেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান খোকনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুদেব সাহা, মজিবর রহমান, আবু হেনা মোস্তফা কামাল বাদল, যুগ্ম সাধারন সম্পাদক ও তেতুলিয়া ইউপি চেয়ারম্যান ফজলুল হক শাহ্ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও গাঙ্গুরিয়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, মহিলা লীগ সভাপতি নাসিমা বেগম সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।