রাশিয়ায় ভাড়াটে বাহিনী ওয়াগনারের বিদ্রোহ থামাতে এগিয়ে এসেছিলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। এবার তিনি ওয়াগনারকে আহ্বান জানালেন, ভাড়াটে এ বাহিনী যেন বেলারুশ সেনাদের প্রশিক্ষণ দেয়।
শুক্রবার বেলারুশের স্বাধীনতা দিবস ছিল। এ দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণের সময় দেশটির প্রেসিডেন্ট লুকাশেঙ্কো এ আহ্বান জানান।
বেলারুশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেলটার বরাতে সিএনএন বলছে, ওয়াগনারের বিদ্রোহ থামাতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন লুকাশেঙ্কো। এর ঠিক এক সপ্তাহ পরেই এমন আহ্বান জানালেন তিনি।
এর আগে সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বেলারুশের একটি জায়গায় ইতোমধ্যে ওয়াগনারের সেনাদের থাকার জন্য তিন শতাধিক ঘর বানানো হয়েছে। তবে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।