বুধবার | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জিম্বাবুয়ের টি১০ লিগে মুশফিকের পর তাসকিনও

জিম্বাবুয়েতে হতে যাওয়া জিম অ্যাফ্রো টি-টেন লিগে বাংলাদেশের মুশফিকুর রহিমের পর দল পেয়েছেন তাসকিন আহমেদও। আজ খেলোয়াড়দের ড্রাফট অনুষ্ঠানে বাংলাদেশের এই পেসারকে দলে ভিড়িয়েছে দ্য বুলাওয়ে ব্রেভস।

মুশফিকুর রহিমকে অবশ্য ড্রাফটের আগেই দলে টেনেছে জোবার্গ বাফেলোস। ২০ জুলাই শুরু হয়ে ২৯ জুলাই পর্যন্ত চলবে জিম অ্যাফ্রো টি-টেন। এবারই টুর্নামেন্টটি প্রথমবার আয়োজিত হবে।

বুলাওয়ে ব্রেভস প্রথম ডাকেই তাসকিনকে দলে টেনেছে। বুলাওয়ে ব্রেভসে বাংলাদেশের পেসার সতীর্থ হিসেবে পাবেন সিকান্দার রাজা, থিসারা পেরেরা, টাইমাল মিলস, রায়ান বার্ল ও মুজিব উর রহমানদের। জিম্বাবুয়ের তারকা সিকান্দার রাজা ড্রাফট-পূর্ব মার্কি খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন।

টি-টেন গ্লোবাল স্পোর্টসের সহযোগিতায় জিম অ্যাফ্রো টি-টেন লিগে মোট পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দল অংশ নেবে হারারে হারিকেনস, জোবার্গ বাফেলোস, ডারবান কালান্দার্স, বুলাওয়ে ব্রেভস ও কেপটাউন স্যাম্প আর্মি।

টুর্নামেন্টের প্রতিটি দলে ন্যূনতম ১৬ জন খেলোয়াড় থাকবেন, যার মধ্যে জিম্বাবুয়ের থাকবেন কমপক্ষে ৬ জন। ড্রাফটের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে সর্বোচ্চ চারজন বিদেশি চুক্তিবদ্ধ করানোর সুযোগ দেওয়া হয়েছে।

জোবার্গ বাফেলোস মুশফিকের পাশাপাশি দলে ভিড়িয়েছে ভারতের ইউসুফ পাঠান, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, আফগানিস্তানের নুর আহমেদ ও ইংল্যান্ডের টম ব্যান্টনকে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.