মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার ঈদে মুক্তি পেয়েছে ৫ টি সিনেমা

প্রিয় রাজশাহী ডেস্কঃ এবার ঈদের সময় আবহাওয়া মোটেই অনুকূলে ছিল না। ভারী বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। এ বৃষ্টি উপেক্ষা করেও ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা দেখতে ভিড় করেছেন সিনেমাপ্রেমীরা। এমন চিত্রই দেখা গেছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। ব্যাপারটি সত্যিই আশা জাগানিয়া।

ঈদের সিনেমা দেখার জন্য দর্শকের মাল্টিপ্লেক্স ও প্রেক্ষগৃহে ‘উপচেপড়া ভিড়’- গণমাধ্যে এমন শিরোনামও হয়েছে। কোনো কোনো স্থানে দর্শকের সিনেমার টিকিট না পাওয়ার খবর জানা গেছে। এবার ঈদে বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তির মিছিলে থাকলেও শেষ পর্যন্ত ৫টি সিনেমা মুক্তি পেয়েছে।

মুক্তিপ্রাপ্ত সিনেমার বেশিরভাগ শোগুলো প্রথমদিন থেকে হাউসফুল যাচ্ছে বলে জানিয়েছেন মাল্টিপ্লেক্স ও প্রেক্ষাগৃহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এবার ঈদে বড় চমক ছিল ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। তার অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমায় নতুন লুকে ভক্তদের মাঝে ধরা দিয়েছেন তিনি। শাকিব খানকে ছাড়াও ছোটপর্দার সুপারস্টার অভিনেতা আফরান নিশো বড়পর্দায় যাত্রা শুরু করেছেন এবার ঈদে। এছাড়াও বেশ কয়েক বছর পর আবারও বড়পর্দায় ফিরেছেন অভিনেতা মাহফুজ আহমেদ।

এবারের ঈদের সিনেমাসহ গত কয়েকটি ঈদের সিনেমায় দর্শক সাড়া দেখে চলচ্চিত্র বোদ্ধারা মনে করছেন এভাবে চলতে থাকলে চলচ্চিত্রের সুদিন আবার ফিরবে।

এ প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সভাপতি ও বরেণ্য নির্মাতা কাজী হায়াত জাগো নিউজে বলেন, বাংলা সিনেমা আবার ঘুরে দাঁড়াচ্ছে। সব সময় বলতাম যে আবারও ঘুরে দাঁড়াবে আমাদের ইন্ডাস্ট্রি। সেটা হচ্ছে। আবারও ভালো ভালো সিনেমা নির্মাণ হচ্ছে। তাই বৃষ্টি উপেক্ষা করেও সিনেমা দেখতে প্রেক্ষগৃহে আসছেন দর্শক। ভালো গল্পের চলচ্চিত্র তৈরি করলে বৈরী আবহাওয়াতে সিনেমা দেখতে দর্শকরা ভিড় করবে দর্শক- এটা তার প্রমাণ।

শাকিব খান-ইধিকা পালের ‘প্রিয়তমা’: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা সর্বাধিক প্রেক্ষগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটি দেখতে বৃষ্টি উপেক্ষা করে দর্শক এসেছে শুরুর দিনে থেকে। বিভিন্ন সূত্রে খোঁজ-খবর নিয়ে জানা গেছে, ঢাকাসহ সারাদেশে হাউসফুল যাচ্ছে প্রেক্ষগৃহগুলো।

সরেজমিনে ময়মনসিংহ শহরে ছায়াবাণী হলে গিয়ে দেখা ঈদের চতুর্থ দিনেও হাউসফুল প্রেক্ষাগৃহটি। এর ম্যানেজার শফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, ঈদের দিন থেকে বেশ ব্যবসা করছে শাকিব খানের ‘প্রিয়তমা’। এখন সিনেমা হলে যেন তিল ধারণের ঠাঁই নেই।

ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা প্রেক্ষাগৃহের স্বত্বাধিকারী ইফতেখার উদ্দিন নওশাদ বললেন, ‘শাকিব তো আবার দেখিয়ে দিল। তার সিনেমা সেল তো বাড়ছে আর বাড়ছে। ঘটনাটি আসলেই অবিশ্বাস্য। ডিসি ও নরমাল সব আসন পূর্ণ ছিল।

‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক আফরান নিশোর-সঙ্গে তমা মির্জা: ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো প্রথমবার বড়পর্দায় ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে যাত্রা শুরু করেছেন। প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করছেন তিনি। বড়পর্দায় খুব ভালোভাবে নিজের উপস্থিতি জানান দিয়েছেন তিনি। এরই মধ্যে সিনেমাটি দর্শক ভালোভাবে গ্রহণ করেছেন। ঈদের তৃতীয় দিন শোর সংখ্যার দিক দিয়ে স্টার সিনেপ্লেক্সে রেকর্ড গড়েছে সিনেমাটি। শনিবার থেকে প্রতিদিন স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় সর্বোচ্চ ৩৩টি প্রদর্শনী চলছে।

শনিবার দুপুরে সিনেমার পরিচালক ও প্রযোজক দুজনই তাদের ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। পরিচালক রায়হান রাফী জাগো নিউজকে বলেন, ‘ভালো গল্পের সিনেমা হলে দর্শক প্রেক্ষাগৃহে আসবে। এই বর্ষার দিনেও সিনেমাটি দেখতে মানুষের ঢল নেমেছে।’

স্টার সিনেপ্লেক্সে বসুন্ধরা শাখায় ‘সুড়ঙ্গ’ সিনেমা মিরপুর থেকে দেখতে আসা রফিক জাগো নিউজকে বলেন, দুইদিন আগে অনলাইনে টিকেট কিনেছি। সিনেমা দেখে মনে হয়েছে অনেক দিন পর ভালো কোনো বাংলা সিনেমা দেখালাম। দর্শকের মনোযোগ একটানা ধরে রাখার মতো অভিনয় করছেন আফরান নিশো। আশা করছি সামনে ঈদে আবারও নতুন সিনেমা দেখব এই প্রত্যাশা করছি।

প্রথম প্রযোজনা অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’- সঙ্গে ছিলেন সাইমন: প্রথমবারে মতো চিত্রনায়িকা অপু বিশ্বাস ‘লাল শাড়ি’ নামে সিনেমা প্রযোজনা করেছেন। ঈদে ‘লাল শাড়ি’ ১২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটিতে অভিনেত্রী অপু বিশ্বাস ও চিত্রনায়ক সাইমন সাদিক অভিনয় করেছেন।

‘লাল শাড়ি’র প্রেক্ষাপট আমাদের দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে ঘিরে। বিলুপ্তপ্রায় এই শিল্প এবং এর সঙ্গে জড়িত প্রান্তিক মানুষদের জীবনযাপন, সুখ-দুঃখ এই সিনেমাটির প্রাণ।

সিনেমাটি কেমন চলছে জানতে চাইলে জাগো নিউজকে মুঠোফোনে সিনেমাটির নিমার্তা বন্ধন বিশ্বাস বলেন, খুব ভালো সাড়া পাচ্ছি। সামনে আরও ভালো চলবে ‘লাল শাড়ি’- এমটাই আশা করছি।

পুরাতন ঢাকার বাসিন্দা মান্নান কেরানিগঞ্জে লায়ন্স সিনেমা হলে ‘লাল শাড়ি’ সিনেমা দেখে বের হচ্ছেন। তখন তার সঙ্গে জাগো নিউজের সঙ্গে কথা হয়। তিনি বলেন, সিনেমাটা দেখে আমার খুব ভালো লেগেছে। নতুন একটা গল্প দেখলাম। অভিনেতা সাইমনকে খুব মানিয়েছে। গল্পের সঙ্গে সিনেমাটা অভিনয়শিল্পীরা ভালো অভিনয় করেছেন। পরিচালক আর একটু মনোযোগী হলে আরও ভালো কিছু হতো।

মাহফুজ আহমেদ-বুবলীর ‘প্রহেলিকা’: নির্মাতা চয়নিকা চৌধুরীর দ্বিতীয় সিনেমা ‘প্রহেলিকা’। এ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ আট বছর পর বড়পর্দায় দেখা মিলেছে দেশের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের। ‘প্রহেলিকা’য় মাহফুজ আহমেদের বিপরীতে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। খুব বেশি প্রেক্ষাগৃহ পায়নি ‘প্রহেলিকা’, মাত্র আটটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

নির্মাতা চয়নিকা চৌধুরী জাগো নিউজকে বলেন, আমাদের সিনেমাটা ভালো চলছে। আজকে হাউজফুল ছিল। আগামীকাল সবগুলো সিনেপ্লেক্সের অগ্রীম টিকেট বিক্রি হয়ে গেছে।

পরিচালক ফেসবুক পোস্টে জানিয়েছেন, এই প্রজন্মের তরুণ এবং পারিবারিক দর্শকের কথা মাথায় রেখেই সিনেমাটি বানিয়েছেন তিনি।

নিরব-বুবলীর ‘ক্যাসিনো’: শবনম বুবলীর ‘প্রহেলিকা’ ছাড়াও ঈদে আরেকটি সিনেমা মুক্তি পেয়েছে। এর নাম ‘ক্যাসিনো’। এ সিনেমার মাধ্যমে শাকিব খান ছাড়া তিনি প্রথম জুটি হয়েছেন অভিনেতা নিরবের সঙ্গে। সিনেমাটি বানিয়েছেন সৈকত নাসির। অ্যাকশনধর্মী সিনেমাটি ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটি দেখে দর্শকরা খুব প্রশংসা করছেন। ঈদের দিন থেকে দর্শকদের কাছ থেকে বেশ সাড়া মিলছে।

নিমার্তা সৈকত নাসির জাগো নিউজকে মুঠোফোনে বলেন, পরিবার নিয়ে ‘ক্যাসিনো’ দেখতে এসেছি। কিন্তু টিকিট পাইনি। ভালো লাগছে এই বৈরী আবহাওয়ার মধ্যে মানুষ সিনেমা দেখতে প্রেক্ষগৃহে আসছেন। তিনি আরও বলেন, আমাদের সিনেমাটি সব ধরনের দর্শকদের জন্য তৈরি করা হয়েছে। সামনের দিনগুলোতে আশা করছি আস্তে আস্তে দর্শক আরও বাড়বে।

ঈদের সিনেমার হালচাল জানতে নির্মাতা এস এ হক অলিকের সঙ্গে কথা হয়। আলাপের শুরুতে ঈদের সিনেমাগুলো দেখার জন্য দর্শকদের ধ্যনবাদ জানান। তারপর নির্মাতাদের অনেক শুভ কামনা জানিয়ে নির্মাতা এস এ হক অলিক বলেন, ঈদের তৃতীয়দিন বৃষ্টির মাধ্যেও মধুমিতায় রাতের শোতে টিকেট নাই বলে জানা গেছে। আমি তো এমনটা চিন্তাও করতে পারিনি। অনেক চেষ্টা করার পর সামনে সারির টিকেট সংগ্রহ করতে পেরেছি। সিনেমাটি শেষ পর্যন্ত দেখেতে পেরেছি।

তিনি আরও বলেন, আমি ঈদের সবগুলো সিনেমায় দেখবো। কিন্তু টিকেটের যে হাহাকার। তা দেখে ভালো লাগছে। আবার আস্তে আস্তে সিনেমা সোনালি দিনে দিকে যাচ্ছে। যা আমরা সবাই চাচ্ছিলাম। এখন তা দেখতে পারছি। আশা করছি আরও নতুন নতুন সিনেমা আসবে। নতুন-পুরাতন নির্মাতা সবাই মিলে ভালো মানের সিনেমা নির্মাণ করবেন। যা দেখতে দর্শক আবারও আসবে প্রেক্ষাগৃহে। সূত্রঃ জাগো নিউজ।

প্রি-রা/শা

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.