বুধবার | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সান ফ্রান্সিসকোর ভারতীয় কনসুলেটে অগ্নিংযোগ

প্রিয় রাজশাহী ডেস্কঃ সান ফ্রান্সিসকোর ভারতীয় কনসুলেটে অগ্নিংযোগ যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ভারতীয় কনসুলেটে অগ্নিংযোগের ঘটনা ঘটেচে। এই ঘটনায় ‘বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী’ খালিস্তানিরা জড়িত থাকতে পারে বলে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে।

গত রোববার গভীর রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে আগুন দেওয়া হয় বলে স্থানীয় চ্যানেল দিয়া টিভির প্রতিবেদনে বলা হয়েছে। তবে ফায়ার সার্ভিস দ্রুতই এসে আগুন নেভায়। এ নিয়ে পাঁচ মাসের মধ্যে দ্বিতীয়বার আক্রান্ত হল সান ফ্রান্সিসকো কনসুলেট।

তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। খালিস্তানি সমর্থকদের ছড়ানো একটা ভিডিও আপলোড করেছে ভারতের গণমাধ্যম এএনআই। তবে সেই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।

এই ঘটনার তীব্র নিন্দা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক টুইটে বলেছেন, ‘সান ফ্রান্সিসকোয় ভারতীয় দূতাবাসে আগুন দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে আমেরিকা। এটা একটা অপরাধমূলক কাজ।’

গত মার্চে ভারতে খালিস্তানপন্থি নেতা অমৃতপাল সিংকে গ্রেপ্তারের জন্য তল্লাশি করছিল পাঞ্জাব পুলিশ। সেসময় অমৃতপালের সমর্থনে এই কনসুলেটেই হামলা করে খালিস্তানপন্থিরা। তখন ভারতের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছিল।

এবারও পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। আগামী ৮ জুলাই কানাডায় খালিস্তানপন্থিরা স্বাধীনতার দাবিতে বিক্ষোভ মিছিল করবে। সে কারণে গত সোমবার কানাডার রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়ে ভারত বলেছে, তারা যেন খালিস্তানিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়। সূত্র: আজকের পত্রিকা

প্রি/রা/আ

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.