সংবাদ বিজ্ঞপ্তি: গোদাগাড়িতে তালগাছের চারা রোপন করা হয়েছে। সোমবার (৩ জুলাই) সকালে প্রাণগ্রুপের সহযোগিতায় গোদাগাড়ীতে ২০০ টি তাল গাছের চারা রোপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রূপরেখা কিশোর মেলার সভাপতি মো. ইব্রাহিম হায়দার, প্রাণ গ্রুপ এর জি এম মো. সারোয়ার হোসেন ও ম্যানেজার এ্যাডমিন মো. মেহেদী হাসান, সহকারী ম্যানেজার এ্যাডমিন মো. আক্তার পারভেজ প্রমুখ।
প্রি-রা/শা