নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতেও বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা। বুধবার দুপুর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। গত চার দিনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ২১ জন। বুধবার পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১১ ডেঙ্গুরোগী। ডেঙ্গুরোগীর সংখ্যা বাড়তে থাকায় রামেকের ৩০নং ওয়ার্ডটিকে ডেঙ্গু ওয়ার্ড করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহম্মদ বলেন, ডেঙ্গুতে আক্রান্ত ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা অধিকাংশই ঢাকাফেরত রোগী। তারা ডেঙ্গু নিয়েই ঈদ করতে বাড়িতে আসেন। তীব্র জর নিয়ে হাসপাতালে ভর্তির পর ডেঙ্গু শনাক্ত হয়েছে। কেউবা ডেঙ্গু শনাক্তের পর হাসপাতালে এসেছেন। ভর্তি রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা নিশ্চিত করতে বিশেষ মেডিকেল টিম করা হয়েছে।
এদিকে ডেঙ্গু যেন ছড়িয়ে না পড়ে তার জন্য রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানা গেছে। বুধবার দুপুরে এ নিয়ে রাসিকের পরিচ্ছন্নতা বিভাগ ও মশক নিধন বিভাগের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে চলমান নিয়মিত মশক নিধন কার্যক্রম আরও জোরদার করার সিদ্ধান্ত হয়েছে কর্তৃপক্ষ।
এ ছাড়া রাসিকের ওয়ার্ডে ওয়ার্ডে এডিস মশার বংশবৃদ্ধির আবাসস্থল ধ্বংস করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দু-একদিনের মধ্যে রাসিকের মশক নিধন কার্যক্রম পুরোদমে শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাসিকের উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা বলেন, ঢাকায় ডেঙ্গুর অবনতিশীল পরিস্থিতি দেখে আমরাও কিছুটা উদ্বিগ্ন। রাজশাহীর অবস্থাও যেন ঢাকার মতো না হয়, তার জন্য আমরা কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। পরিকল্পনা অনুযায়ী কাজ হলে আমরা ডেঙ্গুর ঝুঁকিটা পার করতে পারব।
প্রি/রা/আ