বৃহস্পতিবার | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মূত্রনালির সমস্যায় ভুগছে ১১ বছরের শিশু : তিন লাখ টাকা হলে বাঁচবে সৌরভ

নিজস্ব প্রতিবেদক : মূত্রনালির সমস্যায় ভুগছে ১১ বছরের শিশু সৌরভ হাসান হাসমি। অপারেশনসহ তার চিকিৎসার জন্য তিন লাখ টাকার প্রয়োজন। কিন্তু এ অর্থ ব্যয় করার সাধ্য তার গরিব পরিবারের নেই। কী করে ছেলেকে বাঁচাবে এ নিয়ে চরম শঙ্কায় আর উৎকণ্ঠায় আছেন সৌরভ হাসান হাসমির মা-বাবা।

সৌরভ হাসান হাসমি রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গোচর গ্রামের হতদরিদ্র ভ্যান চালক আলমগীর হোসেন শুকটার ছেলে।

শিশুটির বাবা নিরুপায় হয়ে প্রধানমন্ত্রীসহ দেশের হৃদয়বান ও বিত্তবান মানুষের কাছে সাহায্যের প্রার্থনা করেছেন।

জানা যায়, সৌরভ হাসান হাসমি ইন্ডিয়ার চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জিমি সায়েদের অধীনে চিকিৎসাধীন।
এ বিষয়ে সৌরভ হাসান হাসমির মা হাসনাহেনা বেগম জানান, শ্বশুর ইব্রাহীম আলী মৃত্যুর পর ১০ শতাংশ জমি পেয়েছি। এই জমির ওপর একটি টিনের ছাপড়াঘর তুলে কোনোমতে বসবাস করছিলাম।

ছেলের চিকিৎসার জন্য গাজীপুর দিগন্ত সোয়েটার ফ্যাক্টরিতে আমরা দুজনে চাকরি নিই। সেখানে দুজনে ১২ হাজার টাকায় কিছু দিন চাকরি করি। তার পর আমার ফুসফুসের সমস্যা দেখা দেয়।

সেখান থেকে নিজ বাড়ি চলে আসি। শ্বশুরের পাওয়া ওই জমির মধ্যে চিকিৎসার জন্য ৫ কাটা জমি বিক্রি করা হয়েছে। বাকি জমিটুটুও বিক্রি করার চিন্তা করছি।

সৌরভ হাসান হাসমির বাবা আলমগীর হোসেন শুকটা জানান, বর্তমানে ভ্যান চালিয়ে প্রতিদিন ২৫০-৩০০ টাকা আয় হয়। কোনো দিন এর চেয়েও কম হয়।
প্রতিদিন ওষুধ লাগে ৪৫০ টাকার। এ টাকা দিয়ে সংসার ও ছেলের চিকিৎসা করাতে পারছি না। এক বছর থেকে ছেলেটির মূত্রনালির সমস্যা হওয়ায় চোখে কম দেখছে ও মাথার চুল উঠে যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে কিছু দেখতে পায় না।

অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরায়। এখন ছেলের চিকিৎসা করাব কীভাবে? এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। বর্তমানে থাকার ঘরটি ভেঙে গেছে। একমাত্র ছেলেকে নিয়ে কোনমতে ভাঙা ঘরে বসবাস করছি।

সৌরভ হাসান হাসমি স্থানীয় সপ্তম শ্রেণিতে লেখাপড়া করে। ছেলেকে নিয়ে সৌরভ হাসান হাসমির ভ্যান চালক বাবা আলমগীর হোসেন শুকটা দুশ্চিন্তায় পড়েছেন। নিরুপায় হয়ে দেশের হৃদয়বান ও বিত্তবান মানুষের কাছে সাহায্যের প্রার্থনা করেছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা-আলমগীর হোসেন শুকটা, বিকাশ নম্বর ০১৭০৪-২৪২৯৮৫ (ব্যক্তিগত), অথবা হাসনা হেনা, হিসাব নম্বর : ৪৬০৫২০১০০৭৫২০, সোনালী ব্যাংক, আড়ানী শাখা, রাজশাহী।

প্রি/রা/আ

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.