প্রিয় রাজশাহী ডেস্কঃ রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ১০ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৩ জন, মোহনপুর থানা ০৩ জন, পুঠিয়া থানা ০১ জন, চারঘাট থানা ০২ জন ও বাঘা থানা ০১ জনকে আটক করে।
যার মধ্যে ০৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য মামলায় ০১ জনকে গ্রেফতার করা হয়েছে।
মোহনপুর থানা পুলিশ ১নং মোঃ রুহুল আমিন(২৭) কে ০৬ গ্রাম হেরোইন ও ০৫ গ্রাম গাঁজাসহ আটক করে।
ডিবি পুলিশ কর্তৃক গোদাগাড়ী থানা এলাকা হতে ১নং মোঃ শহিদুল ইসলাম @ ভোদল (৩৬) কে ২০ গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রি/রা/শা