বুধবার | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শুধু আমরা আর মামারা মিলে একটা ইন্ডাস্ট্রি হবে না, ফেসবুকে ফারুকী

প্রিয় রাজশাহী ডেস্কঃ গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাগুলো দেখতে প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে ভিড় করছেন দর্শকেরা। বাংলা সিনেমা নিয়ে দর্শকের তুমুল আগ্রহে ঢাকার মাল্টিপ্লেক্সগুলো হলিউডে সিনেমার বদলে দেশি সিনেমার শো বাড়িয়ে দিয়েছে। তবে মুক্তি পাওয়া সিনেমা নিয়ে পরস্পরের বিরুদ্ধে ‘কাদা ছোড়াছুড়ি’তে বিরক্ত অনেকেই।

এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। গতকাল রাতে নিজের ব্যক্তিগত ফেসবুকে পেজে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন ফারুকী। তিনি লিখেছেন, ‘এবারের ঈদে মানুষ হলে গেছে, তিনটা ছবি নিয়ে কথাবার্তা হয়েছে। কারও হয়তো এটা ভালো লেগেছে, কারও লাগে নাই।

কারও ওইটা ভালো লেগেছে, অন্যজনের সেটা লাগে নাই। কিন্তু এই যে মানুষ হলে যাচ্ছে এই জিনিস সেলিব্রেট করার কথা ছিল। কিন্তু সেখানে পুরা জিনিসই এবার মোটামুটি আমরা আমাদের জাতীয় রাজনীতির পর্যায়ে নামাইয়া নিয়া আসছি। খুবই দুঃখজনক ছিল ব্যাপারটা।

সাফল্য উদ্‌যাপনের বদলে অন্যকে টেনে নামানোর চেষ্টায় বিস্ময় প্রকাশ করে ফারুকী আরও লিখেছেন, ‘নিজের সাফল্য সেলিব্রেশনের পরিবর্তে আমরা দেখলাম অন্যকে টেনে নামানোর প্রাণান্ত চেষ্টা! এটা যে এবারই শুরু হয়েছে, তা নয়।

বেশ কয়েক বছর ধরে দেখছি ওটিটিকেন্দ্রিক ক্যাম্পেইনের সময়ও এ রকম হচ্ছে। একটা সংঘবদ্ধ প্রচেষ্টা চলে অন্যদের খারিজ করে শুধু আমি বা আমারটাই সেরা প্রমাণ করতে। আমাদের জাতীয় রাজনীতিতে যেমন শত ফুল ফুটতে দেওয়ার নিয়ম নেই, সিনেমা-ওটিটিতেও যদি আমরা এটা আমদানি করে ফেলি, এর চেয়ে দুঃখের কিছু থাকবে না।

একটা ইন্ডাস্ট্রি দাঁড়াতে যে সবার ঐক্যবদ্ধ হওয়া দরকার, সেটা মনে করিয়ে দিয়ে এই নির্মাতা লিখেছেন, ‘মনে রেখো, ভাই ও বোনেরা, শুধু আমরা আর মামারা মিলে একটা ইন্ডাস্ট্রি হবে না। সবাই মিলেই সেটা হবে। নিজের পাশে অন্যকে দাঁড়াবার জায়গাটা দিতে হবে।

তাঁর এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন পরিচালক, অভিনয়শিল্পীসহ অনেকেই। ‘সুড়ঙ্গ’ পরিচালক রায়হান রাফী পোস্টটি শেয়ার করেছেন। সূত্র: প্রথম আলো

প্রি/রা/আ

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.