প্রিয় রাজশাহী ডেস্কঃ বগুড়া সদর উপজেলার ইসলামপুর হরিগাড়ী এলাকায় হাসান জুট মিলে আগুন লেগেছে। এতে পুড়ে গেছে সেখানে মজুত থাকা পাট ও পাটজাত পণ্য।
বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মিলে পাট থাকায় দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
তিনি জানান, আগুনে জুট মিলের দুটি মেশিনসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিষ্ঠানটির প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
হাসান জুট মিলের ব্যবস্থাপক মতিউর রহমানের দাবি, আগুনে মিলের দুটি মেশিন পুড়ে গেছে। এছাড়া পাট ও পাটজাত পণ্য পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। সূত্র: সমকাল
প্রি/রা/আ