সংবাদ বিজ্ঞপ্তিঃ প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুসারে ‘স্মার্ট বাংলাদেশ’ হবে সাশ্রয়ী, টেকসই, জ্ঞান ভিত্তিক, বুদ্ধিদীপ্ত ও উদ্ভাবনী।
এর চারটি ভিত্তি হচ্ছে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ। এটির বাস্তবরূপ দেবার জন্য অন্যান্য বিষয়ের পাশাপাশি স্মার্ট নাগরিক এর জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা জরুরী। স্বাস্থ্যবান্ধবরাষ্ট্র জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক।
প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে দেশকে ‘ডিজিটাল বাংলাদেশ’ থেকে ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তরের পরিকল্পনা ব্যক্ত করেছেন।
স্মার্ট বাংলাদেশ এর অন্যতম প্রধান উপাদান স্মার্ট স্বাস্থ্যব্যবস্থ্য। এই লক্ষ্যে বাংলাদেশ তামাক বিরোধী জোট এর রাজশাহী এর সদস্য সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর ব্যবস্থাপনায় ও সদস্য সংস্থা সামাজিক কল্যাণ সংস্থা ও বস্তি উন্নয়ন কর্মসংস্থার অংশগ্রহনে বুধবার (১২ জুলাই) নগরীর কোর্ট চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সহযোগি সংস্থার সদস্য সহ স্থানীয় জনসাধারণ অংশ গ্রহন করে। একই দাবিতে ৩টি সংস্থার পক্ষ খেকে জেলা প্রশাসক, রাজশাহী’র নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
কর্মসূচিতে লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন, বস্তি উন্নয়ন কর্মসংস্থার পরিচালক মোঃ হাসিনুর রহমান, সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট আলী সহ সংস্থাগুলোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ অংশ গ্রহন করেন।
একই দাবিতে লফস এর পক্ষ থেকে পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমার নিকট স্বারকলিপি প্রদান করা হয়।
প্রি/রা/শা