শোক সংবাদ আমরা গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে ১৬ জুলাই রোববার রোববার রাতে মির্জাপুর নিজ বাসভবনে স্বর্গীয় অন্নদা কুমার সরকারের বড় পুত্র মির্জাপুর হিন্দু মৈত্রী সংঘের সভাপতি অবনী কুমার সরকার বার্ধক্য জনিত কারণে ইহকালের মায়া ত্যাগ করে পরলোক গমন করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। রোববার রাতে তার শেষকৃত্য পঞ্চবটি শ্মশানে সম্পন্ন করা হয়।
প্রি/রা/আ