নিজস্ব প্রতিবেদকঃ মহান মুক্তিযুদ্ধে নিহত শহিদ সাইদুর রহমান মিনারের স্ত্রী জায়া হুসনে জাহান ডলি ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন।
বুধবার (১৯ জুলাই) রাত ৮টায় ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডলি নগরীর লক্ষীপুর ঝাউতলা মোড়ের বাসিন্দা ছিলন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি দুই ছেলে , নাতি-নাতনিসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১০ টায় ঝাউতলা শাহী মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে হেঁতেম খা গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার স্বামী শহীদ সাইদুর রহমান মিনাসহ পরিবারের পাঁচজন মুক্তিযুদ্ধের সময় ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত হন।
পরিবারের অন্য সদস্যরা হলেন, বড়ভাই অ্যাডভোকেট আব্দুস সালাম (জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ জন) এর দুই পুত্র শহীদ আবু সেলিম শহীদুজ্জামান ও শহীদ ওয়াসিমুজ্জামান।
আপন ভাই শহীদ হাসানুজ্জামান খোকা, ভাগ্নিজামাই শহীদ নজমুল হক সরকার এমএনএ। এরা সকলেই ডেপুটি ম্যাজিস্ট্রেট মরহুম আব্দুল গফুরের পরিবারের সদস্য।
প্রি/রা/শা