শনিবার | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মহানন্দা নদীতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রিফাত (১৪) নামের এক ৭ম শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের পিরানটুলির ঘাট এ ঘটনা ঘটে। নিহত রিফাত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পার গোবিন্দপুর হাট এলাকার মো: ফারুকের পুত্র।

স্থানীয়রা জানান, রিফাত চাঁপাইনবাবগঞ্জের পিরানটুলির ঘাট এ বন্ধুদের সঙ্গে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে সে অনান্য বন্ধুদের সঙ্গে তলিয়ে যেতে থাকে।

স্থানীয়রা দুইজনকে উদ্ধার করতে পারলেও রিফাত নদীতে ডুবে যায়। স্থানীয়রাশত শত জনগন তাকে উদ্ধার করতে ব্যার্থ হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শিবগঞ্জ স্টেশনের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের স্মরনাপন্ন হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের লিডার আব্দুরর রাজ্জাকের নেতৃত্বে ও ড্রাইভার রনি চালনায় একটি ডুবুরী দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেন।

১০ মিনিট খোজাখুজির এক পর্যায়ে ডুবুরী দেলেয়ার, জুয়েল রানা, আরমানের সহযোগীতায় ডুবুরী মাইনুল রিফাতকে উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যর নিকট রিফাতের লাশ হস্তান্তর করা হয়।

প্রি/রা/শা

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.